প্রধান মেনু

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বান্দরবান, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট): আজ বান্দরবানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

আজ বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বান্দরবান জেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও জেলা প্রশাসনসহ বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ার্ডে ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দিনব্যাপী নানা আয়োজনে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,  জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোঃ সৈকত শাহীন, পৌরসভার মেয়র মোঃ সামশুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।