বাজার তদারকি ৬৬ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, নেত্রকোণা, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, খুলনা, ফেনী, মাগুরা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও সুনামগঞ্জে গতকাল বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে গুলশান ও মতিঝিল এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে এঞ্জেল শেফকে ৫০ হাজার টাকা, ব্যামবু শুট রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা ও তাজমহল হোটেলকে ২০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে প্রাইম ফার্মাকে ২০ বিশ হাজার টাকা, ফিক্স ইট এইচ এম আরকে ২৫ হাজার টাকা, সোনারগাঁও স্টোরকে ২০ বিশ হাজার টাকা, ব্যামবু শুট রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, কাজল স্টোরকে ৫ হাজার টাকা ও শাহীন স্টোরকে ৫ হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে গুলশানের আগোরাকে ৫০ হাজার টাকা,
মজিবুল হক মাংসের দোকানকে ১ হাজার টাকা, কিশোরগঞ্জ মাংসের দোকানকে ১ হাজার টাকা ও যশোর রাইস এজেন্সীকে ৫ হাজার টাকাসহ মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দেশব্যাপী ১৭টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য ও অবহেলা দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭২ হাজার ৭শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৮ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৪ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়। গত ১০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ২১টি বাজার তদারকি ও ৮টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৬৬টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৭১ হাজার ৭ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আদায়কৃত জরিমানা হতে ২ জন অভিযোগকারীকে ৪ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা,পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং কনজ্যুমারস এসোসিয়েশন অভ্ধসঢ়; বাংলাদেশ (ক্যাব) এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।