বাজার তদারকি : ৪৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার ঢাকা মহানগর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ভোলা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, রাজশাহী ও পটুয়াখালী জেলায় বাজার তদারকি করে। তদারকিকালে ৪৪টি প্রতিষ্ঠানকে ৪লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর পল্টন ও মতিঝিল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ধানসিড়ি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা, মামা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও আনা সাগর রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে হিলভেশিয়া ফাস্ট ফুড এন্ড কফি হাউজকে ১ লাখ টাকা । মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে পার্ক ভিউ রেস্তোরাঁকে ৩৬ হাজার টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মীনা সুইটসকে ৩০ হাজার টাকা, জাকের ডেইরী ফার্মকে ৩০ হাজার টাকা ও ঢাকাইয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, মাদারীপুর জেলার সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, কিশোরগঞ্জ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
ভোলা সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা, ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, মেহেরপুর সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, সুনামগঞ্জ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৪শ টাকা, রাজশাহী মহানগর এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬শ টাকা এবং পটুয়াখালী গলাচিপা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে এবং অভিযোগের ভিত্তিতে শুনানির মাধ্যমে প্রধান কার্যালয়ে কাবাব ঘরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫শতাংশ হিসেবে দুইশত পঞ্চাশ টাকা প্রদান করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয় ক্যাফেটেরিয়া কফি কর্ণার, অনুরাগ রে¯েঁÍারা ও অলশবৎফবধষ.পড়স কে যথাক্রমে ৪ হাজার টাকা, ৫ হাজার টাকা ও ৫ হাজার টাকা এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৩ হাজার ৫ শ টাকা প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা কার্যালয় বনানজা পোর্ট রেস্টুরেন্ট (সিডিএ এভিনিউ) কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার টাকা প্রদান করা হয়।
তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।