প্রধান মেনু

বাগেরহাটে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শেখ সাইফুল ইসলাম কবির, রিপোর্টার: বাগেরহাট:  বাগেরহাট জেলা পরিষদের উদ্যেগে দরিদ্রমেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির অর্থ বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপত্বি অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যেরে মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ মোঃ শহাবুদ্দিন তালুকদার, প্যানেল চেয়ারম্যান -৩ শরীফা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ৪১২ জন গরীব-মেধাবী শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ৬৯ হাজার টাকা বিতরণ করা হয়।