প্রধান মেনু

বাগাতিপাড়ায় ৯ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৯ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। ২৩ আগষ্ট দিনগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বজরাপুর নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীদেও কাছ থেকে নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
জানা যায়,নাটোর জেলা ডিবি’র একটি দল ২৩ আগষ্ট দিনগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বজরাপুর নোয়াখালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে প্রকাশ্য স্থানে টাকা ও তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন বাগাতিপাড়াথানা এলাকার বজরাপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আনিছুর রহমান (৩২), মৃত জমসেদ আরীর ছেলে সুমন আলী (৩০), আইয়ুব আলীর ছেলে টিপু সুলতান (৩০), মন্টু মিয়ার ছেলে আব্দুর রহমান (২৫), নাটোর সদর থানার জালালাবাদ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০), মারফত খাঁর ছেলে নাজিমুদ্দিন (২৩), আব্দুর রহমানের ছেলে পারভেজ (৩০), সরকারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আমির হোসেন (২৮), কাচন প্রামানিকের ছেলে জনি (৩২)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে ।