বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে আটক-১
![](https://nationaldetectivenews.com/wp-content/uploads/2022/11/IMG_20221114_173312-644x450.jpg)
বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ আলমগীর (৩৫) নামের একজনকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ। আলমগীর উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া হাজামপাড়া গ্রামের মকছেদের ছেলে। সোমবার তাকে আটক করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায় ,শনিবার দুপুরে প্রতিবেশি অভিযুক্ত আলমগীরের মেয়ের সাথে খেলার ছলে তার বাড়িতে যায় ওই শিশুটি। ভ্যান চালক আলমগীর বাড়িতে এসে তার মেয়ের সাথে খেলতে দেখে শিশুর হাত ধরে নিজ ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে বিভিন্ন ভয়ভীতি সহ হত্যার হুমকি দেয়।
অভিযুক্ত আলমগীরের ছোট ভায়ের বউ বিষয়টি টের পেয়ে ঘরে ডুকে শিশুটিকে বকাঝকা দেয়। শিশুটি বাড়ি গেলে তার কাছে বকা ঝকার কারন জানতে চাইলে ঘটনাটি খুলে বলে তার মাকে। এঘটনায় শিশুর মা সোমবার বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, শিশুর মায়ের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত আলমগীরকে আটক করা হয়েছে। আটককৃতকে আগামীকাল মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
« কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন (পূর্বের খবর)
(পরের খবর) স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে থাইল্যান্ডে ২৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের প্রজনন স্বাস্থ্য ও উন্নয়ন বিষয়ক সভা »