বাউফল পুলিশের হাতে কর্মকর্তা লাঞ্চিত

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল থানার দুই এসআইসহ ৪ জন পুলিশ কর্তৃক ব্যাংক কর্মকর্তা লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টা দিকে উপজেলার কালাইয়া-নাজিরপুর বড় ডালিমা ব্রীজের পাশে। অভিযোগ সূত্রে জানাগেছে, বাউফল সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সফিউল্লাহকে মিথ্যাভাবে গাঁজা ও ইয়াবী ব্যবসায়ী সাজিয়ে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে বেদম মারধর করেছে পুলিশ। এ সময় সফিউল্লাহর নিকট থেকে ৬০ হাজার টাকাও নেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত বাউফল থানা এএসআই নাসির মুঠোফোনে জানান, সারাদেশের ন্যায় বাউফলেও মাদকবিরোধী পুলিশী অভিযান চলছে। অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে উপজেলার কালাইয়া নাজিরপুর ব্রীজ সংলগ্ন ঝোপে কয়েকজন জুঁয়া খেলতে ছিল। তাদেরকে গ্রেফতার করতে গেলে পালিয়ে যাওয়ার সময় আমাদের সাথে ধস্তাধস্তি হয় এবং একজনকে গ্রেফতার করি। এ সময় গ্রেফতারকৃত সফিউল্লাহ বাউফল সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিলে কালাইয়া বন্দরে জনসমক্ষে নিয়ে ৫ হাজার টাকা মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম জানান, তিনি (ব্যাংক কর্মকতা) একজন সরকারী কর্মকতা। বিষয়টি জানার পরে আমি নিজে থেকেই নিস্পত্তি করে দিয়েছি।