বাউফলে ৩য় দিনে বিএনপির গণ অনশন
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাজা বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে বাউফল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন তৃতীয় দিনে শতাধিক নেতাকর্মীরা গণ অনশন কর্মসূচী পালন করেছে। আজ বুধবার বাউফল-ঢাকা সড়কে বিএনপি কার্যালয় সামনে সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তি পূর্নভাবে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুর রহমান তালুকদারের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা থেকে শতাধীক নেতাকর্র্মী উপস্থিত হন। উল্লেখ্য, বিএনপি কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত মোতাবেক বাউফল উপজেলা বিএনপি ১২ ফেব্রুয়ারী থেকে ৩ দিন ব্যাপী কমসূচী পালন করে।
মানব বন্ধন, গণ অবস্থান ও গণ অনশন কর্মসূচিরমাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। বাউফল পৌর বিএনপি সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ণ কবির জানান, কর্মসূচিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধীক নেতাকর্মীরা উপস্থিত ছিল । কেন্দ্র থেকে নতুন কর্মসূচী দিলে নেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত বাউফল উপজেলা বিএনপি আন্দোলন চালিয়ে যাবে আরো উপস্থিত ছিলো , পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদ আবুল কালাম মৃধা, উপজেলা যুবদলের সভাপতি হাসান মাহাম্মুদ মঞ্জু, উপজেলা যুবদলের সিক্ষা বিষয়ক সম্পাদক বাদল তালুকদার উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মাদ আলী রিপন,ছাত্রদলের নেতাতারেক প্রমুক।