প্রধান মেনু

বাউফলে স্ত্রী’র সাথে অভিমান করে বিষপানে স্বামীর আত্মহত্যা

মোঃ শফিকুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউপির মাদবপুর গ্রামে মোঃ ইউসুফ রাজ (৫৫) নামের এক ব্যাক্তি স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে।

সোমবার রাত পোনে একটার দিকে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ইউসুফ রাজ ছিলেন ডেকোয়ারেটর ব্যাবসায়ী । গতকাল সোমবার সকালে ইউসুফ রাজের স্ত্রী লুৎফা বেগম (৫০) ও তার ছেলে মোঃ সরোয়ার (৩০) মিলে ইউসুফ রাজের কাছে ব্যাবসার টাকার হিসাব চায়। সঠিক ভাবে হিসাব দিতে না পারায় তাকে মাারধর করা হয়। এতে তিনি অপমানিত বোধ করে ঘরে থাকা বিষ (বাসুডিন) পান করেন। বিষ পানের পর তিনি পাশের বাড়ী সালেহা নামে তার এক দূর সম্পর্কের বোনের ঘরে গিয়ে বিষয়টি খুলে বলে এবং সেখানেই অসুস্থ হয়ে পরে। এসময় সালেহার ডাকচিৎকারে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই রাতেই তিনি মারা যান।