বাউফলে র্যাবের হাতে আটক মাদক ব্যাবসায়ীর মৃত্যু
বাউফল প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে র্যাবের অভিযানে আটক এক মাদক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সারে ৩ টায় পটুয়াখালী র্যাব-৮ এর একটি টিম বাউফলের পার্শ্ববর্তী দশমিনা উপজেলার আলীপুরা এলাকা থেকে মোঃ শাকিল খান (২৮) নামের একজনকে আটক করে পটুয়াখালী নিয়ে যাওয়ার পথে বাউফলের বগা ফেরিঘাট পৌছালে সে (শাকিল) অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালী র্যাব-৮ এর এএসপি মোঃ সোয়েব আহমেদ জানান, শাকিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৩ টি মাদকের মামলা রয়েছে। শাকিল অনেকগুলো ইয়াবা ট্যাবলেট খেয়ে অসুস্থ হওয়ায় তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।