বাউফলে মিটার পেতে দিতে হয় ১৭শ টাকা
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে মিটার ফি বাবদ ১৭শ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই মিটার উদ্বোধন করবেন জাতীয় সংসদ চীফ হুইপ আসম ফিরোজ এমপি। আজ ২৭ মে দাশপাড়া ইউপির সেকান্দার বাড়ী জামে মসজিদ মাঠে এর উদ্বোধনের কথা রয়েছে। জানাগেছে, উপজেলার দাশপাড়া ইউনিয়নের কাঠের পুল, কুট্টির পুল,খেজুরবাড়িয়া এবং দাশপাড়া ১ নং ওয়ার্ডে আংশিক এলাকায় নতুন সংযোগ দেওয়া হয়েছে।
প্রায় ৭ কিলোমিটার এলাকার ৩১১টি পরিবারকে দেওয়া হবে এই সংযোগ। বিদ্যুৎ সমিতি নীতিমালা অনুসারে বিদ্যুৎ সংযোগ ফি ৪৫০ টাকা এবং সদস্য ফি ৫০ টাকা সর্ব মোট ৫শ টাকা। কিন্তু দাশপাড়া ইউপির ১নং ওয়ার্ডের বাসিন্দা সুধির নট্ট সরকারি দলের প্রভাব খাটিয়া পল্লি বিদ্যুৎ সমিতির কথা বলে স্থানীয় গ্রাহকদের প্রত্যেকের কাছ থেকে মিটার বাবদ ১৭শ টাকা আদায় করেছেন। যিনি এ টাকা দিতে ব্যর্থ হয়েছেন তার ঘরে মিটার সংযোগ দেওয়া হয়নি। এ ব্যপারে সুধির নট্ট মুঠোফোনে জানান, নতুন সংযোগ দেওয়ার ব্যাপারে আমি গ্রাহকের সাহায্য করেছি।
ঘর ওয়ারিং বাবদ ৮শ টাকা, সার্ভিস চার্জ বাবদ টাকা ও মিটার লাগানো শেষে ইফতারি বাবদ কিছু টাকা নেওয়া হয়েছে। আমি টাকা নিয়েছি এ কথা সত্য নয়। এ প্রসংগে পল্লী বিদ্যুৎ সমিতি বাউফল ডেপুটি ম্যানেজার একে এম আজাদ বলেন, গ্রাহকের মিটার ফ্রি দেওয়া হচ্ছে। টাকার নেয়ার কোন প্রশ্ন ওঠে না। মাঠ পর্যায়ের কিছু দালাল মারফত না হয়ে সরাসরি অফিসে টাকা জমা দেওয়া উচিত। এ ব্যাপারে গ্রাহকদের মধ্যে সচেতনাতা বাড়ানোর জন্য সকল এলকায় প্রায়ই মাইকিং ও পোষ্টার লাগানো হয়েছে।