বাউফলে ব্যাপক পুলিশ প্রহরায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে দলীয় অভ্যন্তরীন কোন্দলের কারনে ব্যাপক পুলিশি প্রহরায় পৃথক পৃথক ভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।০৪-১-১৮ আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল এর সমর্থীত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারন সম্পাদক মাহমুদ রাহাত জামসেদের নেতৃত্বে কুন্ডপুট্রি ছাত্রলীগ দলীয় কার্যালয় থেকে র্যালী বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন। অপরদিকে সকাল ১২ ঘটিকার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি সমর্থীত ছাত্রলীগ জেলা ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রায়হান শাকিবের নেতৃত্বে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাক বাংলো সংলগ্ন ইলিশ চত্বরে এসে আলোচনা সভা করেন ।