বাউফলে বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,বাউফলঃ পটুয়াখালীর বাউফলে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন ও বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার কর্তৃক আট শত শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার ১০৩নং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক লিজা আক্তারের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আসমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা। এ সময় শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার লক্ষে কৃমি থেকে মুক্তির উপায় ও করনিয় সম্পর্কে বক্তব্য রাখেন ডা: আবদুর রউফ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল হক ও সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কমর্রত সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন, ।