প্রধান মেনু

বাউফলে বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধিঃবাউফল ।।  পটুয়াখালীর বাউফল উপজেলার বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন, মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল রবিববার বেলা ১১টায় নুরাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান। প্রধান শিক্ষক মু: শেরেগুল খানের ব্যবস্থাপনায় সহা¯্রাধিক মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর মাহবুব আলম ও ম্যানেজিং কমিটি সভাপতি কাজি ইউনুস আহম্মেদ ও অভিভাবক সদস্য নয়ন খান। এ সময় বক্তারা প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও শিশুর পুষ্টি চাহিদা প্রতি গুরুত্বারোপ করেন। প্রতিটি শিশুকে লেখাপড়ার পাশাপাশি শিশুর দুপুুর খাবার বিদ্যালয়ে নেয়ার জন্য এ টিফিন বক্স বিতরন। এবং প্রত্যেক অভিভাবককে তার পরিবারের সাধ্য অনুযায়ী টিফিন বক্সে খাবার দেয়ার জন্য উদ্ধুদ্বমূলক পরামর্শ দেন। বিদ্যালয়ে শিক্ষকের সহযোগিতায় প্রতিটি শিশুর দুপুর খাওয়ার জন্য নিশ্চিত করা হবে বলে জানান।