প্রধান মেনু

বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিনের প্রস্ততি সভা

মোঃ শফিকুল ইসলাম,বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নুর মোহম্মাদ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চীফ হুইপ ও জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আসম ফিরোজ এমপি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আঃ মোতালেব হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, যুগ্ম সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।