প্রধান মেনু

বাউফলে বই উৎসব পালিত প্রতিনিধি বাউফল

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে সারা দেশের ন্যায় বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেছেন। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,৬০টি মাধ্যমিক বিদ্যালয়, ৬৭টি মাদরাসা, ২৩৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৯০টি ইফতেদায়ী মাদরাসা সহ প্রায় ২০টি কিন্ডার গার্টেন স্কুলে
শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হয়েছে।