প্রধান মেনু

বাউফলে নৌকার প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করলো আবদুল মোতালেব হাওলাদার

মোঃ শফিকুল ইসলাম,বাউফল প্রতিনিধি :পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।আজ রবিবার বেলা ১২টার দিকে বাউফল উপজেলা নির্বাচন কার্যালয়ে থেকে নির্বাচন অফিসার সেলিম রেজার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, আ,স,ম ফিরোজ এমপির পুত্র রায়হান সাকিব ,বাউফল উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন,  বাউফল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: সামসুল আলম মিয়া , বাউফল উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সাবেক এপিএস আনিসুর রহমান , উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ওনাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি সাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ আওয়মলিীগে ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।