বাউফলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার -১
বাউফল প্রতিনিধি পটুয়াখালী বাউফলের স্কুল পড়ুয়া ৪র্থ শ্রেনীর ছাত্রী (১১) ধর্ষণের ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। বুধবার ভোর রাতে ধর্ষককে উপজেলার কাছিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, শিশুটি মঙ্গলবার তার বিদ্যালয়ের পাঠদান চুকিয়ে বাড়িতে আসে। পরে গোসল করার জন্য বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গেলে প্রতিবেশী মজিবুর হাওলাদারের পুত্র সুজন (২৫) তাকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। ওইসময় শিশুটির চিৎকার শুনে মা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতার মা বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৩ তারিখ ১২- ০৩-২০১৯ইং। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভিকটিম ও ভিকটিমের মা থানায় এসে জানালে অভিযোগ নিয়ে মামলা রুজু করি এবং স্থানীয় লোক ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধর্ষককে গ্রেফতার করি।