বাউফলে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা
            
                     
                        
       		বাউফল প্রতিনিধি : পটুয়াখালী বাউফলের পৌর শহরে আল আমিন আকন (১৬) নামের দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানান স্বজনরা। শুক্রবার সকালে পৌর শহরের ৬নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। নিহতের বাবা আবদুর রহিম আকন জানান, গতকাল বিকালে সে তার মাদ্রাসার গনিত শিক্ষক হাবিবুর রহমানের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রতিদিন এশার নামাজের আগে আসলেও ওই দিন আর আসেনি। রাত ১১টার সময় মোবাইল ফোনে কল দিলে সে রিসিভও করেনি। সকাল বেলা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি পুকুরের উত্তর পাশে আম গাছের সাথে গলায় রশি বাঁধা অবস্থায় আল আমীন ঝুলতেছে।
সহপাঠী মাসুদ (১৯) জানায়, গতকাল থেকে তার মন খারাব ছিল। কি কারনে সেটা জানতে পারেনি। তবে রাত ১০টার দিকে তার সাথে ম্যাসেঞ্জারে শেষ কথা হয়। “আমি তাকে বলেছি মন খারাব না রেখে পরীক্ষার প্রস্তুতি নাও; জবাবে আল আমীন জানায়, আমি আগামীকাল (শুক্রবার) ঢাকায় চলে যাবো। ”ওই ঘটনায় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলান্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে। আল আমীন এ বছর বাউফল ছালেহীয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। সে চার ভাইয়ের মধ্যে সবার ছোট।












