বাউফলে তেঁতুলিয়া নদী ভাঙ্গন রক্ষায় মানববন্ধন
মোঃ শফকুল ইসলাম,বাউফল প্রতিনিধিঃ তেঁতুলিয়া নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর বাউফলের ক্ষতিগ্রস্থ ৫ গ্রামের মানুষ। আজ মঙ্গলবার বেলা ১১ টায় নাজিরপুরের নিমদি এলাকা থেকে ধানদী পর্যন্ত তেতুলিয়া নদী পারে ৩ কিলোমিটার জুড়ে প্রায় দুই সহা¯্রাধিক মানুষ ওই মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
অসময়ে নাজিরপুর ইউনিয়নের নিমদি, তাতেরকাঠী, ধানদী সহ ৫ টি গ্রাম প্রমত্তা তেতুলিয়া নদীর করাল গ্রাসে বিলিন হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় এক হাজারেরও বেশি পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে পথে বসেছেন। ওই পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন।
নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই নাজিরপুর ইউনিয়নের অর্ধেকাংশ তেতুলিয়া নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাউফল প্রেসক্লাবের আহবায়ক মোঃ হারুন অর রশিদ খান, নদী ভাংঙ্গন রোধ কমিটির আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন এবং নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক প্রমূখ।
তেতুলিয়া নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য মহা পরিকল্পণা গ্রহণ ও দ্রুত বাস্তাবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামণা করেন নাজিরপুর ইউনিয়নবাসী ।