বাউফলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে“ উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গনভবন থেকে এক যোগে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন। বাউফল উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। এরপর পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, চীপ হুইপের একান্ত সহকারী আনিচুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মোতালেব হাওলাদার, সমবায় অফিসার কামরুল হাসান, সমাজ সেবা অফিসার মনিরুজ্জামন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগন। মেলায় উপজেলা প্রশাসন দপ্তরসহ ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ . ব্যাংক. ইউনিয়ন পরিষদ, এনজিও এর সমন্বয়ে ৩৬ টি স্টল প্রদর্শনের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরা হয়েছে। অনুষ্ঠিত মেলার ষ্টলগুলো সরেজমিন দেখা গেছে, গত বছর চেয়ে এই বছর তাদের এক বছরের উন্নয়নের সফলতা তুলে ধরেছে। প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম, ব্যবহৃত উপকরন প্রদর্শন করেন। আগামী ১৩ জানুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।