বাউফলে তরুণীদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ শফিকুল ইসলাম,বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে চরাঞ্চলের তরুণ তরুণীদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশ (বিএফআই) প্রকল্প সহযোগিতায় গ্রানাউস বাস্তবায়নে একসেস এবিলিটি ইন পাবলিক সার্ভিস থ্রো ইয়ুথ লিডারশীপ প্রকল্পের এ প্রশিক্ষণ। বুধবার সকালে গ্রানাউস নির্বাহী পরিচালক রেহেনা বেগম অনুষ্ঠিত প্রশিক্ষন উদ্বোধন করেন।
গতকাল এ প্রশিক্ষণ শেষ হয়েছে। নেতৃত্ব বিষয়ে ফিল্ড প্রাকটিস হিসাবে বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ব্রাক আইনী সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সশ্লিষ্ট কর্মকতা ডা: জাকির হোসেন এবং ব্রাক অর্গানাইজার মল্লিকা মন্ডল তার কার্যক্রম সর্ম্পকে অবহিত করেন। প্রশিক্ষন পরিচালনা করেন, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষে বিষয় ছিল, নেতার প্রয়োজনীয়তা, নেতার গুণাবলী, মূল্যবোধ, যোগাযোগ, সমঝোতা প্রভৃতি। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ ওয়ার্ড থেকে গ্রুপ ও যুব ফোরাম সদস্য এ প্রশিক্ষনে ৩০ জন তরুণী অংশগ্রহন করেন।