প্রধান মেনু

বাউফলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ “প্রাথমিক শিক্ষা দীপ্তি,উন্নত জীবনের ভিত্তি” ম্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী করেছে উপজেলা শিক্ষা অফিস।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র নের্তৃতে একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক, সমাজসেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, সমবায় অফিসার মোঃ কামরুল আহসান মিঞা,সহকারি শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান স্বপন,সুজন হালদার, মাইনুল ইসলাম,নাসির উদ্দিন প্রমূখ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।