বাউফলে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে গতকাল সোমবার বিকাল ৩ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ সময় প্রায় তিন শতাধীক নেতাকর্মী উপস্থিতিতে দলীয় নেতা কর্মীরা কেক কেটে আনন্দ উল্লাস করে আলোচনা সভায় আয়োজন করেন। বাউফল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আলী করিম উল্লাহ, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফারুক হোসেন মৃধা,পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক নুরুল আমীন,নাজিরপুর ইউপি জাতীয় পার্টির সভাপতি রুহুল আমীন ও সাংবাদিক জসীম উদ্দিন প্রমুখ।
« শিবালয়ে ৪‘শ একর ফসলি মাঠে জলাবদ্ধতার আশংকার অভিযোগ উঠেছে (পূর্বের খবর)
(পরের খবর) বাউফলে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্যিকি পালিত »