প্রধান মেনু

বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃশফিকুল ইসলাম, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী এবং আলোচনা সভা। একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে বাউফল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ালীগ, বাউফল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণে অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।