বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় জমিরুল ইসলাম (৪৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের দোয়েল স্কেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জমিরুল ইসলাম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার আজিজুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে জমিরুল ইসলাম ট্রাকে পাথর লোড করে নামার সময় ভারতীয় একটি পাথরের ট্রাক জমিরুল ইসলামকে চাপা দেয়। এ সময় সে গুরুতর আহত হলে, তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার আবুল বাসার জানায়, হাসপাতালে আনার আগেই জমিরুল ইসলামের মৃত্যু হয়।