বাংলাদেশ ২০৩০ সালের মধ্যেই ৫ম এশিয়ান টাইগার হিসেবে আবির্ভূত হবে — পরিকল্পনা মন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনৈতিক খাতের আশি ভাগের ওপরে বেসরকারি খাত। সরকারের ভবিষ্যৎ চিন্তা বেসরকারি খাতকে উজ্জীবিত করে, তাদেরকে সকল রকমের সুযোগ সুবিধা প্রদানসহ দরিদ্র কমানো এবং রাজস্ব আদায়ের খাত তৈরি করা। সরকারের উদ্দেশ্য হচ্ছে অর্থনীতিকে এমনভাবে সাজানো যাতে বাইরে যাওয়া বিনিয়োগও ফিরে আসে। সুযোগ সুবিধা পেলে ব্যবসায়ীরা অবশ্যই এদেশে বিনিয়োগ করবে। সরকারের কাজ হবে বিনিয়োগ ও রপ্তানি বান্ধব শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা। মন্ত্রী আজ ঢাকার ওয়েস্টিন হোটেলে দেশের বৃহত্তম দ্বিপক্ষীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ-জার্মান চেম্বার অভ্ধসঢ়; কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত একটি ব্যবসায়িক নেটওয়ার্কিং বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, দেশ যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিজনেস ইনসাইডারের গবেষণায় বেরিয়ে এসেছে ৫ম এশিয়ান টাইগার হবে বাংলাদেশ। তিনি বলেন, আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক যেটি অনুসরণ করে সেই ক্রয়ক্ষমতা সমতার দিক থেকে (পারচেজিং পাওযার প্যারিটি- পিপিপি) ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইরাক, কলম্বিয়ার মতো দেশগুলোকে পিছে ফেলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ এখন র্যাকিংয়ে ৩২ নম্বরে আছে এবং ২০৩০ সালে ৩০ নম্বরে যাবে। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ অর্জন এদেশের মানুষের জন্য। বিআইডিএ’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বিজিসিসিআই সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিজিসিসিআই নির্বাহী পরিচালক এম এ মতিন এবং সিইএমএস গ্লোবালের সভাপতি ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নেসা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।