প্রধান মেনু

বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে — নৌপরিবহণ মন্ত্রী

কেপটাউন (দক্ষিণ আফ্রিকা), ১৯ জানুয়ারি :নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়েচলেছে। দরিদ্র দেশ থেকে নিম্ন মধ্যমআয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সাল নাগাদ মধ্যমআয়ের এবং ২০৪১সাল নাগাদ উন্নত দেশে পরিণত হবে। জিডিপি, মাথাপিছু আয়, বৈদেশিকরিজার্ভ বৃদ্ধি পেয়েছে। খাদ্য উৎপাদন বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন সাড়ে ১৫হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। তিনি বলেন, এর সবকিছুই হয়েছেআওয়ামী লীগ সরকারের সময়ে।

মন্ত্রী গতরাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ওয়েস্টার্নকেপ আওয়ামী লীগআয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের এখন উপযুক্ত সময়। সারা বিশ্বেরবিস্ময় বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছ। বাংলাদেশে অধিকপরিমাণে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নের গতিকে আরো বেগবান করতেতিনি প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান।ওয়েস্টার্নকেপ আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বেঅনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক,নুরুল ইসলাম সুজন, হাবিবুর রহমান, মমতাজ বেগম এডভোকেট এবংওয়েস্টার্নকেপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার মাতবর।