প্রধান মেনু

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলা উত্তর এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী

১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ঢাকা জেলা উত্তর এর সভাপতির উদ্যোগে গতকাল ১মে ২০১৭ইং তারিখে সকাল ৭.০০ টায় বাইপাইল- আব্দুল্লাহপুর মহাসড়কের ইউনিক বাস স্ট্যান্ড থেকে শুরু করে শিমুলতলা বাস স্ট্যান্ড পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালীতে প্রায় ৮০০ (আটশত) শ্রমিক স্বতঃস্ফূত ভাবে অংশগ্রহন করেন।
উক্ত র‌্যালীর মূল প্রতিপাদ্য বিষয় ছিল “ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরী দিয়ে দাও।”- আল হাদীস
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মুনসুর রহমান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন ১৮৮৬ সালে শিকাগোতে এই ১ম প্রথম শ্রমিকের দাবী আদায়ের জন্য , শ্রম ঘন্টা প্রতিদিন ৮ঘন্টা করার জন্য বিক্ষোভ হয়। উক্ত বিক্ষোভে সেই দেশের সরকার নির্বিচারে গুলি চালায় এবং অনেক শ্রমিক মৃত্যু বরণ করেন। সেই থেকে ১মে শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। কিন্তু আজও শ্রমিকের দাবী আদায় হয়নি। আজও কর্ম দিবস ৮ঘন্টা হিসাবে প্রতিষ্ঠিত হয়নি। কথায় কথায় শ্রমিকদের ছাটাই এবং ফ্যাক্টারী বন্ধের হুমকি দেওয়া হয়। তিনি দিনে ৮ঘন্টা কাজ, শ্রমিক ছাটাই বন্ধ এবং শ্রমিকের বেতন বৃদ্ধির দাবী করেন।
উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন ফেডারেশনের ঢাকা জেলা উত্তরের সভাপতি, সহ সভাপতিগন – সেক্রেটারী,এবং আশুলিয়া থানা সভাপতি ও বিভিন্ন ফ্রাক্টরীর শ্রমিকগন। সবশেষে ফেডারেশনের ঢাকা জেলা উত্তরের সভাপতি সকল শ্রমিককে শুভেচ্ছাজ্ঞাপন করে উক্ত র‌্যালী সমাপ্ত ঘোষনা করেন।