প্রধান মেনু

বাংলাদেশ বেতারের বিশ্ব বেতার দিবস ২০১৮ পালন

নিজস্ব প্রতিনিধি -ঃ সারাবিশ্বের মতো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত হলো বিশ্ব বেতার দিবস। বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ্#৩৯; ক্রীড়াঙ্গনে বের্তা#৩৯;। ২০১২ সাল থেকে প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি তারিখে সারাবিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব বেতার দিবস’। যেহেতু বাংলাদেশ বেতার এদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তাই এবারের নির্ধারিত প্রতিপাদ্য বিষয় দিবসটি পালনের ক্ষেত্রে বেতার কর্তৃপক্ষকে বাড়তি উদ্দীপনা জুগিয়েছে তাতে কোন সন্দেহ নেই। সত্তর, আশি কিংবা নব্বইয়ের দশকে এদেশের ফুটবল পাগল মানুষ আবাহনী-মোহামেডান ম্যাচ কিংবা অন্য কোন গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের ধারাবিবরণী শোনার জন্য কান পাততেন বেতারে।

তখন মাঝে মাঝে বিটিভিতে খেলা সম্প্রচারিত হলেও টেলিভিশন সেট সহজলভ্য না হওয়ায় বেতারে প্রচারিত ধারাভাষ্যই ছিল মানুষের সবচেয়ে নির্ভরতার স্থল। বেতারে প্রচারিত খেলার ধারাভাষ্য নতুন মাত্রা লাভ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট আসরে ভাল করতে শুরু করলে। ১৯৯৪ সালে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ আইসিসির ট্রফির খেলা কেনিয়া থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করবে এই আশায়। কেনিয়া থেকে বেতারের সেই সরাসরি সম্প্রচার এদেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায় । সেবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ব্যর্থ হলেও পরের আসরে অর্থাৎ ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে বেতারের ক্রিকেট ম্যাচের সম্প্রচার জনপ্রিয়তার তুঙ্গে ওঠে।

এখনও বাংলাদেশ বেতার নিয়মিত দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ সরাসরি সম্প্রচার করে শ্রোতাদের চাহিদা পূরণ করে চলেছে। পাশাপাশি ক্রীড়া বিষয়ক নানা অনুষ্ঠান আয়োজন করে ক্রীড়ামোদী মানুষের হৃদয় জয় করেছে। বাংলাদেশের বেতারের এই জনপ্রিয়তা দেখে প্রাইভেট রেডিও স্টেশনগুলো ইদানিং খেলা সম্প্রচারে এগিয়ে এসেছে এবং তারা ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছে। এই প্রাইভেট রেডিও স্টেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- জাগো এফএম, রেডিও স্বাধীন, রেডিও ভূমি ইত্যাদি।এবারের বিশ্ব বেতার দিবস পালনের জন্য বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ নিয়েছিল ব্যাপক কর্মসূচি। সকাল ৯ টায় শেরেবাংলা নগরস্থ জাতীয় বেতার ভবন থেকে পাসপোর্ট অফিস এবং পাসপোর্ট অফিস থেকে পুনরায় বেতার ভবন পর্যন্ত আয়োজিত হয় বর্ণাঢ্য র‌্যালি। সকাল সাড়ে ১০টায় বেতার ভবনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ্#৩৯;বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলন ২০১৮্#৩৯; এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ কে এমন রহমতুল্লাহ ,এমপি ও তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার।

দুপুর সাড়ে বারোটায় বেতারের শ্রোতাদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়। বিকাল ৫ টায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ্#৩৯;বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলন ২০১৮্#৩৯; এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ ও প্রধান প্রকৌশলী আহম্মদ কামরুজ্জামান। বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) নাসারুল্লাহ মোঃ ইরফান, বহিঃবিশ্ব কার্যক্রমের পরিচালক কামাল আহমেদ, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম সহ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, বেতারের শিল্পী ও শ্রোতারা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন। সবশেষে আয়োাজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।