প্রধান মেনু

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তমের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট): বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।