বাংলাদেশ নিপীড়িত মানুষের পাশে আছে — -মায়া চৌধুরী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীরবিক্রম এমপি, বলেছেন জন্মলগ্ন থেকেই বাংলাদেশ বিশ্বের নিপীড়িত মানুষের পাশে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধ্য না থাকা সত্ত্বেও মিয়ানমারের ১০ লাখ বাস্তচ্যুত নিপীড়িত রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।
ত্রাণমন্ত্রী আজ তুরস্কের সানলিউরফা প্রদেশের গভর্নর আব্দুল্লাহ এরিন এর সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময়কালে এ কথা বলেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে ত্রাণমন্ত্রী রোহিঙ্গা বিষয় ও তুরস্কে আশ্রয়গ্রহণকৃত শরণার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য তুরস্ক সফরে রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল মন্ত্রীর সাথে রয়েছেন। মন্ত্রী পরে সানলিউরফা প্রদেশে অবস্থিত সিরিয়ান শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। এখানে ৪টি ক্যাম্পে সিরিয়া থেকে আগত প্রায় ৮০ হাজার শরণার্থী রয়েছে। তিনি ক্যাম্পের খাদ্য ব্যবস্থাপনা, পানীয় জলের ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা সরজমিনে পরিদর্শন করেন।