বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে — বাণিজ্যমন্ত্রী
ভালুকা (ময়মনসিংহ), ২১ আশ্বিন (৬ অক্টোবর) : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে গেছেন, আজ তাঁর কন্যা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সফলভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করেছে। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি এবং বিশে^র দরিদ্র দেশের মডেল বলেছেন, আজ তারাই বাংলাদেশকে উন্নয়নের রোলমডেল বলেছেন।
বাণিজ্যমন্ত্রী আজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় এনভয় টেক্সটাইলস লিমিটেডের নবনির্মিত অডিও ভিস্যুয়াল সেন্টার উদ্বোধন করে বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার বাণিজ্য এবং শ্রমিকবান্ধব। তার প্রতিফলন ঘটেছে এই এনভয় টেক্সটাইলস ফ্যাক্টরিতে। এ অত্যাধুনিক ফ্যাক্টরিতে শ্রমিকরা শ্রমবান্ধব পরিবেশে কাজ করছে। মাসের বেতন মাসেই পাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্যসহ সবধরনের সুবিধা পেয়ে শ্রমিকরা খুশি। এই বাংলাদেশই তো জাতির পিতা দেখতে চেয়েছিলেন।
এনভয় টেক্সটাইলস মিলে উৎপাদিত ডেনিম ফেব্রিক্স বিশ্ব সেরা। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল এ প্রতিষ্ঠানকে লিড প্লাটিনিয়াম সার্টিফিকেট প্রদান করেছে। এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মোঃ শিরিন, ভোলা জেলার আওয়ামী লীগ নেতা মঈনুল হোসেন বিপ্লব এবং এনভয় গ্রুপের পরিচালক তানভির আহমেদ।