বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের শক্তিশালী টেস্ট দল ঘোষণা
আগামী ১৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ জানুয়ারি সিরিজ শেষ হবার পর জিম্বাবুয়ে ফিরে যাবে দেশে। আর মাত্র ৩ দিন বিরতি দিয়ে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ সফরে আজ (শনিবার) বেলা ১২টায় ঢাকায় পৌঁছেছে চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্ব যথারীতি দিনেশ চান্দিমালের হাতে। তবে চমক হিসেবে এসেছে সহ-অধিনায়ক সরঙ্গা লাকমলের নাম।এছাড়া ভারতের বিপক্ষে সিরিজে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে ফিরেছেন কুশাল মেন্ডিস। এছাড়া ডাক পেয়েছেন স্পিনার আকিলা ধনঞ্জয়।শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারতেœ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধানুষ্কা গুণাথিলাকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গ্যামেজ, লাহিরু কুমারা।টেস্ট সিরিজের পর ১৫ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দ্#ু৩৯;দল।