বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ এর সহযোগিতা
জেনেভা (সুইজারল্যান্ড), ৯ এপ্রিল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর মহাসচিব Houlin Zhao এর মধ্যে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়। আইটিইউ এর সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য খাত ও কর্মসংস্থান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে আইটিইউ কিভাবে সহযোগিতা করতে পারে এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায় পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষে ইনফো সরকার প্রকল্প-৩, কানেক্টেড বাংলাদেশ প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পসহ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা মহাসচিব এর কাছে তুলে ধরেন। এ সময় মহাসচিব বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ সহযোগিতা করবে।
তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জাতিসংঘের তথ্য সমাজ শীর্ষ সম্মেলন – ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ২০১৯ এ অংশগ্রহণ করতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে বর্তমানে জেনেভায় অবস্থান করছেন। এপ্রিলের ৮ থেকে ১২ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সভাসহ শতাধিক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (WSIS) ২০১৯ সালের ফলোআপ ফোরামে এবারের চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।