বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে সুদানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিকের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সুদানের এ্যাগ্রিকালচারাল ব্যাংকের জেনারেল ম্যানেজার সালেহ উদ্দিন হাসান আহমেদ গামার নেতৃত্বে সুদানের ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যবৃন্দ সাক্ষাৎ করেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বিজেএমসি’র উপদেষ্টা সিরাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সুদানের প্রতিনিধিগণ বলেন, বাংলাদেশ ও সুদানের বন্ধুত্বের সম্পর্ক শুধু অর্থনৈতিকই নয়, ঐতিহাসিকও বটে। সুদান আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সেজন্য তারা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাটশিল্পের প্রতি খুবই আন্তরিক। তাঁর আন্তরিকতায় ও গতিশীল নেতৃত্বে আজ বিশ্ববাজারে বস্ত্রখাতে ‘বাংলাদেশ’ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এ খাতকে আরো সক্ষম ও আধুনিক করতে সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে।
এছাড়াও পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি ও আর্ন্তজাতিক বাজারে পাটের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সরকারি পাটকলসমূহ দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গ্লোডেন ফাইবার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক হুসাইন, গ্লোডেন ফাইবার লিমিটেডের সত্ত্বাধিকার সৈয়দ মোঃ নাঈমসহ অন্য সদস্যবৃন্দ।