বসন্ত এসে গেছে
কবিতার নাম- `বসন্ত এসে গেছে”
রনিতা মল্লিক
ওরে প্রকৃতি তোর কাজল রাঙা চোখেতে আমি বসন্ত খুঁজে পেয়েছি।
পলাশ রাঙ্গা ফুল হয়ে,তুই মনের ঘরে ফুটেছিস।
বিবর্ন প্রকৃতি আজ, নবীন জীবনের ঢেউ-এ ভাসে।
শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে।
গাছেদের দরজায়,মুকুলের হাসাহাসি।
কোকিলের কুহুতান,ফাগুনের অভিরুচি।
নবীন পাতায় পাতায়, মাতালি ছন্দের খোঁপায়।
তোর-ই স্পর্শে নেভে আমার,মনের দহনের দরিয়া।
ঘাসে ঘাসে দোল খায়,প্রজাপতি উড়ে যায়।
পরান যে পাগল হয়,ফাগুনের ঊর্মিমালায়।
কৃষ্ণচূড়া ফুলের রঙে,তুই হয়েছিস আজ রঙিন।
« নবাবগঞ্জে বিদেশী ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন কৃষক দেলোয়ার (পূর্বের খবর)