বর্তমান সরকার শিক্ষাবান্ধব এই সরকারের আমলেই শিক্ষার প্রসার হয়েছে—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান, ১৫ শ্রাবণ (৩০ জুলাই) : বর্তমান সরকার শিক্ষাবান্ধব, আর এই সরকারের আমলেই শিক্ষার প্রসার হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই পার্বত্য চট্টগ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আওতাধীন সাতটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ২৭৬জন সহকারী শিক্ষকের হাতে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি শিক্ষার প্রসারে অত্যন্ত আন্তরিক। তিনি পার্বত্য অঞ্চলের ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে আবাসিক বিদ্যালয় স্থাপনের ওপর জোর দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শিক্ষাক্রম অনুসারে শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিক হওয়া এবং দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশসাক মোঃ শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিত শীল ও প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।