বর্তমান সরকারের আমলে বাংলাদেশ অবিশ্বাস্য উন্নয়নের পথে এগিয়ে গেছে -সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ অবিশ্বাস্য উন্নয়নের পথে এগিয়ে গেছে। বাংলাদেশ এ বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জাতীয় প্রবৃদ্ধি পরপর গত দু’বছর ৭ শতাংশের কোটা ছাড়িয়ে গেছে। দেশের জিডিপি বেড়েছে কয়েকগুণ। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে এখন দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ ডলারে। দারিদ্র্য কমে নেমে এসেছে ২২ শতাংশে। রেমিটেন্স বেড়েছে, বেড়েছে রপ্তানি আয়।
মন্ত্রী আজ শনিবার রাজধানীর শাহজাহানপুর এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক, শিক্ষকবৃন্দ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, ইমাম ও মুয়াজ্জিনদের সাথে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন নিজের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির কথা ভাবতে পারছে। মৎস্যচাষে বাংলাদেশ পৃথিবীর চতুর্থ ও সবজি উৎপাদনে তৃতীয়, গার্মেন্টস রপ্তানিতে দ্বিতীয়।
এর সাথে ঔষধ, সিমেন্ট, চামড়াজাত দ্রব্য, চিংড়ি, কাকড়া, কচ্ছপ ও কুটির শিল্পপণ্য ব্যাপক হারে বিদেশে রপ্তানি করছে। অভ্যন্তরীণ ক্ষেত্রে সরকার পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি আরো বহু সেতু নির্মাণ, রেলপথ, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, গ্রামে গ্রামে কমিউনিটি হাসপাতাল, কৃষি, স্বাস্থ্য ও অর্থনীতি বিষয় জানতে প্রতি ইউনিয়নে ডিজিটাল তথ্যকেন্দ্র ও সর্বোপরি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশকে মহাকাশের সাথে সংযুক্ত করার বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে ও করে যাচ্ছে।
তিনি আরো বলেন, এই সরকারের সময়কালে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্যসেবা প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ কেবল আন্তর্জাতিক স্বীকৃতিই পায় নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের কাছ থেকে বিরল সম্মাননাও পেয়েছেন।