বর্তমান সরকারের আমলে প্রাথমিক শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে —-ইন্দু ভূষণ দেব
নিজস্ব প্রতিনিধি ,শিবপুর,(নরসিংদী) প্রতিনিধি ॥ বর্তমান সরকারের আমলে প্রাথমিক শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যদি শিক্ষার উন্নয়ন না ঘটে, সে অর্থনৈতিক উন্নয়ন স্থায়ী রূপ পেতে পারে না। তবে আশার কথা, আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও মানবসম্পদের উন্নতি সমান্তরালভাবে এগিয়ে চলেছে। গতকাল শনিবার ৬ অক্টোবর বেলা ১১টায় শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশ ও সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির ভাষণে ঢাকা বিভাগীয় পরিচালক (প্রাথমিক শিক্ষা) ইন্দু ভূষণ দেব তিনি এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্রগ্রাম প্রাথমিক বিভাগীয় উপ-পরিচালক মো: সুলতান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজদ, উপজেলা যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম তাইজুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভঁইয়া, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সামসুল আলম ভূঁইয়া রাখিল, প্রধান শিক্ষক এ কে এম মাসুদুর রহমান খান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপজেলার সকল প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, স্থানীয় সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল এর সার্বিক ব্যবস্থাপনা এবং সহযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মাসুদুর রহমান খান এর তত্ত্বাবধানে মা সমাবেশের সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়। আলোচনা শেষে প্রধান ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট বিতরণ, ডিজিটাল হাজিরা মেশিন, মুক্তিযোদ্ধা কর্নার, সততা স্টোর, সিসি ক্যামেরা, অভিভাবকদের বসার স্থান, নীতির পাঠ শালা, মহানুভবতার দেয়াল, শিক্ষক কর্নার প্রধান অতিথি পরিদর্শন করেন।