বন্দরে ৭ পেইন্টারকে উপহার দিল হোম ঢেকড়

স্টাফ রিপোর্টার: বন্দর থানা পেইন্টার শ্রমিকদের কর্ম দক্ষতায় মুগ্ধ হয়ে ৭ কর্মজীবী শ্রমিকের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ হোম ঢেকড় কর্পোরেশণ। বুধবার দুপুরে চাষাড়া’স্থ বার্জার রং পেইন্টার হোম ঢেকড় কর্পোরেশনে এ পুস্কার তুলে দেয়া হয়। এ সময় ৭জন শ্রমিকদের মাঝে সার্জি,ছাতা ও মেলামাইন সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ জেলা মার্কেটিং ম্যানেজার সোহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বার্জার কোম্পানীর ডিলার রংধনু পেইন্টারের প্রোপাইটর তৌহিদুর রহমান তৌহিদ,পেইন্টার কন্ট্রাক্টর মোঃ কামাল হোসেন,নুরুল ইসলাম,মতিন মিয়া,আলী আকবর,হোসেন মিয়া,হোসেনমোল্লা,রফিক মিয়া প্রমূখ।