বন্দরে রাস্তা দখল করে অনু ইলেক্ট্রনিক্সের টিভি বিক্রির কৌশল \ জন দুর্ভোগ
স্টাফ রিপোর্টার:বন্দর বাজার এলাকায় জন সাধারণের মজমা জমিয়ে রাস্তা বন্ধ করে টিভি বিক্রির নামে জনভোগান্তি সৃষ্টি করে আসছে অখ্যাত অনু ইলেক্ট্রনিক্স। প্রতিদিন দিনরাত হরদম এই পরিস্থিতি অব্যাহত থাকলেও বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার গোচরে আসছেনা। এদিকে অনু ইলেক্ট্রনিক্স রাস্তা দখল করে টিভি বিক্রির ফন্দি-ফিকিরের কারণে ওই সড়কে যান ও জন সাধারণের চলাচলে দারুন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে র্যালি আবাসিক এলাকার জনৈক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান,অনু ইলেক্ট্রনিক্স এর মালিক পক্ষ একরকম বাড়াবাড়িই করে আসছে। প্রতিদিনই তারা সকাল-বিকাল বিক্রির আশায় টিভি ছেড়ে দিয়ে লোকজন জড়ো করে। অতিমাত্রায় লোকজন জড়ো হওয়ায় সাধারণ মানুষ এমনকি বিভিন্ন প্রকারের হাল্কা যান বাহণ চলাচলেও বিঘ্ন ঘটতে দেখা যায়। অনেক সময় লোক সমাগম বেশি হলে সড়কটিতে দুর্ঘটনাও সংঘটিত হয়ে থাকে। বিষয়টি বন্দর থানা প্রশাসন তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী জন সাধারণ।