প্রধান মেনু

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-২

বন্দরে ২১পিছ ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ ২গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন বন্দর থানাধীন মাহমুদ নগর এলাকার মোঃ হবি মিয়ার ছেলে জাবেদ,নবীগঞ্জ এলাকার আহাম্মদ মিয়ার ছেলে মোঃ রানা। এ ব্যপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। যার নং -২১,২২(৯) ১৮ইং। জানা গেছে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এস আই হামিদুলের নেতৃত্বে থানার মাহমুদনগর এলাকা হতে জাবেদকে ২১পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই রাতে বন্দর ফাঁড়ি এস আই মোঃ আলীর নেতৃত্বে থানার নবীগঞ্জস্থ কদমরসুল পৌর এলাকা হতে রানাকে ২শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। ধৃতদের সোমবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।