প্রধান মেনু

বন্দরে অটোচালক শফিকুল হত্যা মামলায় কবিরকে রিমান্ড চেয়ে কোর্টে প্রেরন

স্টাফ রিপোর্টার: বন্দরে অটোচালক শফিকুল হত্যার অন্যতম সন্দেহভাজন কবির হোসেন (৪৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে থানার লাউসার এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত কবির হোসেন ওই এলাকার শাহজাহান মাতবরের ছেলে। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় লাউসার গ্রামে শফিকুলের কাছ থেকে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত করেছিল চাঁদবাজরা। সোমবার বিকালে ঢামেক হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। এলাকাবাসী জানান, বন্দর উপজেলার লাউসার গ্রামের জনসাধারনের চলাচলের  জন্য মদনপুর পর্যন্ত প্রায় ৭০টি অটোবাইক চলাচল করে থাকে।

এর ধারাবাহিকতায়,শফিকুল ইসলাম ও তার  ছেলে রাসেল পিতা ও পুত্র  দুইজন মিলে অটোবাইক চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন।ওই গ্রামে চলাচলরত অটোবাইক থেকে একই গ্রামের আলী আকবরের ছেলে উজ্জলসহ একটি সিন্ডেকেট প্রতিদিন ৫০ টাকা চাঁদা আদায় করে। একদিনের চাঁদার টাকা পরিশোধ না করায় শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলামের ছেলে রাসেলকে উজ্জল ও তার সহযোগীরা তুলে নিয়ে মারধর করে। ছেলেকে তুলে নিয়ে মারধরের খবর পেয়ে ছুটে যায় পিতা শফিকুল ইসলাম।

এ সময় শফিকুল তার ছেলেকে মারধরের প্রতিবাদ করেন। এতে উজ্জল ক্ষিপ্ত হয়ে তার সহযোগীরা এলোপাথারি ভাবে শফিকুলকে ছুরিকাঘাত করে। পরে শফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।দুই দিন আইসিওতে লাইফসাপোর্টে থাকার পর সোমবার বিকালে তিনি মারা যায়। ময়না তদন্ত  সম্পন্ন ও সুরহতাল  রিপোর্ট তৈরী শেষে মঙ্গলবার বিকালে তার নিজ বাড়িতে লাশ আনার পর দাফন করা হয়। জানাজা  শেষে একই গ্রামের শাহজাহান মাতববরের ছেলে কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বুধবার ১০ দিনের পুলিশ রিমান্ডসহ আদালতে প্রেরণ করা হয়েছে।