প্রধান মেনু

বজ্রপাতে গরুসহ এক নারী নিহত

ঘিওরের গোয়ালজান গ্রামে গরুসহ সুবোধী আক্তার (৫৫) নামের এক নারী আজ শুক্রবার দুপুরে বজ্রপাতে মারা যান। সুবোধী আক্তার গোয়ালজান গ্রামের সোয়েদালী মার্তবরের মেয়ে। স্থানীয় এলাকাবাসী জানান, জেলার ঘিওর উপজেলার গোয়ালজান গ্রামের সুবোধী আক্তার কালবৈশাখী ঝড়ের সময় গরু ঘরে দিতে গেলে সে বজ্রপাতে নিহত হন।

(রুহুল আমিন, মানিকগঞ্জ)