বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু আগামীকাল
আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের জন্য ৭ম বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এবং মেয়েদের জন্য ৬ষ্ঠ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দু’টি টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় ৭টি বিভাগের চ্যাম্পিয়ন ১৪টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে সকাল ৯টায় এ টুর্নামেন্ট দু’টির জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দসহ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এ বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৬৪ হাজার ২৬০টি ও অংশগ্রহণকারী খেলোয়াড় ১০ লাখ ৯২ হাজার ৪২০ জন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৬৪ হাজার ১৯৬টি ও অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা ১০ লাখ ৯১ হাজার ৩৩২ জন। এ প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা ও বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে চলে এসেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে আগামীকাল দুপুর ২টায় উদ্বোধন পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামী ২ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ টুর্নামেন্ট দু’টির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল খেলায় উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করবেন।