প্রধান মেনু

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেড়ায় মিরপুর প্রেস ক্লাবের মানব বন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-১৪ আসনে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিত সংসদ সদস্য, এ.কে.এম মতিউর রহমান, জাতীয় গোয়েন্দা সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক  তিনি ঢাকা-১৪ আসন এলাকা দিয়ে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বিলিত পোষ্টার,ফেস্টুন ও ব্যানার বিভিন্ন স্থানে টাঙ্গিয়ে প্রচার করে আসছিলেন । গত বৃহঃপতিবার ওই এলাকার কিছু সন্ত্রাসী বঙ্গবন্ধু ও মাননীয় প্রধান মন্ত্রীর ছবি ধারালো ছুরি দিয়ে কেটে ময়লার স্তুপে ফেলে দেয়। যে সকল সন্ত্রাসীরা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার ছবি ছিড়ে ফেলেছে ওই সকল সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবিতে, মিরপুর প্রেস ক্লাব, মিরপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন গ্রামীন ফোন সেন্টারের সম্মুখে আজ ১৫ সেপ্টম্বর ২০১৮ইং তারিখ রোজ শনিবার মানব বন্ধন করেন।
উক্ত মানব বন্ধনের আয়োজন করেন মিরপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দু। ঢাকা-১৪ আসনে বঙ্গবন্ধু ছবির অবমাননাকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে বাংলাদেশ সরকারের কাছে শাস্তির দাবি জানান। এই ঘটনার জন্যে দায়ী ব্যক্তি যেই হোকনা কেন, সরকারের সাহায্যে, তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করে, তাদের সাহায্যকারী ব্যক্তি ও সংস্থা, এমনকি প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা এই ধরনের কর্মকর্তাদের ও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান। বক্তব্য শেষে মানব বন্ধনটি মিরপুর জোনের ডিসি অফিসে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি স্বারক লিপি পেশ করেন।