বঙ্গবন্ধু অতুলনীয় নেতা — এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অতুলনীয় নেতা। তিনি বাংলাদেশের জাতীয় সম্পত্তি।
মন্ত্রী আজ ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে জাতির পিতার জীবনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা,জেলা পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা, সদর উপজিলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, যে স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু তাঁর জীবনোৎসর্গ করে গিয়েছেন, সকল শ্রেণি-পেশার মানুষকে তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। শিশুদের সুশিক্ষা দানের মাধ্যমে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষকদের সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা কোন অপশক্তি থামাতে পারবে না। তিনি জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান।