প্রধান মেনু

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে – জাহাঙ্গীর কবির নানক

স্টাফ রিপোর্টার- ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ এখন আর স্বপ্ন নয় এমনটাই বললেন বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, এম.পি। গতকাল দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে  স্নাতক (সম্মান ) শ্রেণির নবীন বরণ, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রায় চার হাজার শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা জাতীয় এ রাজনীতিবিদ বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। তিনি আরো বলেন, এ সরকারই প্রথমবারের মতো শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বিনামূল্য নতুন বই তুলে দিতে পেরেছে এবং শিক্ষাক্ষেত্রে আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তির বিকাশ ও মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে ।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন টানা নয় বছর ক্ষমতায় থাকার সুবাদে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে এ সরকার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ কর্মযজ্ঞ আর কোন স্বপ্ন নয় । তিনি বর্তমান সরকারের উন্নয়নের কিছু চিত্র তুলে ধরেন নবীন শিক্ষার্থীদের সামনে। নিয়মিত পড়াশুনা ও জ্ঞান চর্চার মাধ্যমে সততা ও পরিশ্রমী হয়ে নিজেদেরকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তোলার আহবান জানান জাহাঙ্গীর কবির নানক। এতে সকল শিক্ষার্থী একসাথে হাত উঁচিয়ে প্রধান অতিথির কাছে সুশিক্ষার্থী ও সুনাগরিক হওয়ার প্রতিজ্ঞা করেন। উল্লেখ্য, জাহাঙ্গীর কবির নানক বর্তমান সরকারের ২০০৯ সালে গোড়ার দিকে ঢাকা ১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য হওয়ার সুবাদে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পান । মোহাম্মদপুর , আদাবর ও শেরে বাংলা নগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো এ কলেজটিতে অবকাঠামো ও শিক্ষার ব্যাপক উন্নয়নে কাজ করেন তিনি।

কলেজের সুবিশাল মাঠ সংস্কার, নতুন ছয়তলা একাডেমিক ভবন নির্মান, নতুন পয়ত্রিশটি কম্পিউটার সংবলিত শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক আইটি ল্যাব নির্মান, আধুনিক সকল সুবিধাসহ শিক্ষক মিলনায়তন নির্মান, সুদৃশ্য শহীদ মিনার নির্মান, বর্তমান সরকারের শিক্ষানীতি অনুযায়ী মাল্টিমিডিয়া প্রজেক্টরে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান উপযোগী পাঁচটি মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মান, প্রায় পঁচিশটি বিভাগে নিরবিচ্ছিন ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা ছাড়াও হাজার হাজার শিক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জলের জন্য গভীর নলকূপ স্থাপন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছয়টি বিষয়ে ¯স্নাতক (সম্মান) চালুকরণ, এমবিএ কোর্স চালুকরণ,সম্পূর্ন নিরপেক্ষভাবে মেধাবী শিক্ষক নিয়োগ ও দীর্ঘদিন ধরে শূণ্য অধ্যক্ষের পদটিতে অত্যন্ত দক্ষ,যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দান , শিক্ষক, কর্মচারীদের কলেজের নিজস্ব অর্থায়নে নতুন পে স্কেল ও নববর্ষ ভাতা প্রদান নিশ্চিত করেন।

যার সুচিন্তিত ও প্রজ্ঞাশীল উদ্দ্যোগে পূর্বের তুলনায় কলেজটিতে শিক্ষার্থী ভর্তি বেড়েছে প্রায় তিনগুন। কলেজটির পরিসর কলেবরে বৃদ্ধির সাথে সাথে দেশ ও দেশের বাইরে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে। গতকালকের জমকালো অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে । এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ, মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ এম, এ সাত্তার, ঢাকার পাঁচ তারকার হোটেল ,এসকট দ্যা রেসিডেন্স লিমিটেডের জেনারেল ম্যানেজ্যার লিসা লিনডনার , ৩৩নং কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব ,কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বিভিন্ন কমিটির সম্মানিত আহবায়কবৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বর্ষীয়ান শিক্ষাবিদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশে জনপ্রিয় সংগীত শিল্পিরা সংগীত পরিবেশন করেন।