প্রধান মেনু

বঙ্গবন্ধুর নীতি ও আদর্শই বাঙালির প্রেরণার উৎস — বস্ত্র ও পাটমন্ত্রী

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে সকল প্রেরণার উৎস করে জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল । ’৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১ পর্যন্ত সংগ্রামের মধ্যে দিয়ে ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের এদিনে শুরু হয় মুক্তিযুদ্ধ।’

মন্ত্রী আজ রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজের ‘কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান-২০১৯’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নতুন প্রজন্মের উদ্দেশে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশকে অনুসরণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সুশিক্ষা অর্জন করতে হবে। যে জাতি তার নিজস্ব ইতিহাস জানে না সে জাতি নিজের মেরুদ- সোজা করে দাঁড়াতে পারে না। যারা বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, তারা কখনও সফল মানুষ হতে পারবে না। গোলাম দস্তগীর গাজী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আজ দেশ মাথা উঁচু করে দাঁড়ানোর জায়গা পেয়েছে। দেশের মানুষ মুক্তভাবে বেঁচে কথা বলার অধিকার পেয়েছে। আর এই বিষয়গুলো নতুন প্রজন্মকে জানাতে হবে। তাহলেই বাংলাদেশ আরো এগিয়ে যাবে। কেননা তরুণ প্রজন্ম যদি ইতিহাস না জানে তাহলে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না।

তিনি আরো বলেন, একদিন বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতো। কিন্তু এখন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্য মজুত রেখে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করছি। ২০৪১ সালের আগেই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নতুনভাবে উপস্থাপিত হবে। তখন সারাবিশ্ব বাংলাদেশকে অনুসরণ করবে। কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।